বিশ্ব জুড়ে মিলেছে মানুষ, বিশ্ব এখন এক মোহনায়
একই শোকে কাঁদছে সবাই দেশে দেশে, বিশ্বময়।
সাতশত কোটি মানুষ আমরা বাস করি এই বিশ্বে
মরব কেন রোগে, শোকে, দৈন্যে, মহামারী,কষ্ট, ক্লেশে?
হোক যত দুরে, তবু এক সুরে মিলি আয় পরস্পর
আমেরিকা, চীন, ইউরোপ, লাতিন, এশিয়া-মাইনর।
আয়রে সবাই বলি মধুর ভালবাসার কথা বিশ্বময়।
বেদ, ত্রিপিটক, তাওরাত, ইন্জিল, কোরানের মুলবাণী
মানুষে মানুষে ভুলে ভেদাভেদ তুলি মানবতার জয়ধ্বণি
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান জাতি-অভিমান ভুলে
হই মানবতাবাদী, মানবদরদী এই ধরনীর তলে।
আয়রে সবাই গাই মধুর মানবতার গান বিশ্বময়।।