শোক যখন অটুট; নষ্ট সাম্রাজ্য বিস্তারে
তষ্কর তার সীমানা ছাড়ায়,
দেশ মাতৃকার আব্রু তখন বন্ধক থাকে
দূরে, আই এম এফ পাড়ায়!
দিগন্তের মাঝামাঝি কোনো এক দূরত্বের
অদৃশ্য বিন্দুতে থামে দৃষ্টিও!
ফোকাস বিন্দুটি আর কিছুই দেখেনা ঠিক
ফোকাস হারায় বলেনা, এসো!
ছিল জমিজমা চাষ, ছিলাম সুখী কৃষক
সুদের ভারে ডুবেছি কেবল
ডুবিয়েছে সরকার গুলো স্বপ্ন বীজাগার
দেওলিয়া, হয়েছি বেদখল।
এই বার দখল মুক্তির গান লিখা হবে
এই কথা বলে ডেকেছে যারা
যারা যে ভূমে জন্মে তারা সে ভূমির পুত্র
সুসংগঠিত ভূমি পুত্রেরা।
বলো, সকলেই বলবার সময় এসেছে
ভূমিহীন কেউ নয় এখানে
জমিদারী উচ্ছেদ সেই রক্তগঙ্গাই সাক্ষী
লাখো লাখো প্রাণের বলি দানে।
চট্টগ্রাম- ১৫/০৪/২০২২ ইং