আর যদি কখনো কবিতা হবেনা, কি-ই হবে!
সভ্যতা সৃজনে শব্দে এগুবে না আর কলম!
চিন্তার দিগন্তে ফুটবে না বুঝি নতুন কুঁড়ি!
ফুটবে, কবিতা থেমে গেলে সকাল আসবেনা,
কবিতা আর সকালের কি সম্পর্ক?
প্রতিটি নিশ্বাসে জীবন থাকে
নিশ্বাসে জীবন, কবিতায় বাঁচে দর্শন
দর্শন মানে জীবন দর্শন
জীবন মানে অতুল অস্থিরতায় স্থির কিছু সময়
মানুষের জন্যে কবিতার কাজ আছে
কবিতার জন্যে মানুষের কাজ নেই কোনো
মানুষ চরিত্র হারালেও বাঁচে
কবিতা বাঁচেনা
কবিতা অতন্দ্র, কবিতা স্বয়ংক্রিয় দায়িত্বশীল।
অবতারের অত্যাচার ঈশ্বরের কানে পৌঁছাতে
কবিতার মই বানিয়ে কাজী নজরুল ইসলাম
বাকরুদ্ধ হয়েছিলেন বটে! তারও আগে
উৎপীড়িতের কান্নার রোল
অগ্নিবীণার অনুরাগ মেখে
আকাশে বাতাসে ছড়িয়ে
মানবতার বিজয় ধ্বণি গেয়েছে কবিতা।
চট্টগ্রাম- ১৭/০২/২০২২ ইং