ভোগ-সম্ভোগের সম্ভাবনায় চরম উন্নতি ঘটেছে!
এই সংবাদে বুভুক্ষুরা লাল-সবুজের সকল সবুজ
লুটপাটে মেতেছে পঙ্গপালের মতো!
যারা মাত্র ক‘বছর আগে কবরবাসী হলেন তারাও
ওঠে আসছেন দীর্ঘ রাত, গহীন অন্ধকার আশ্রয়ে
দু‘বছর আগে গত হওয়া বন্ধুও লুটের মহরতে!
আমি, বিপন্ন মানবতার আর্তনাদ হতে
সমুচিত আনবিক শব্দ তুলে নিচ্ছিলাম-
লুটের ভাগ নিতে আসা সে বন্ধুর চোখা-চোখি হলে
মৃত্যু অস্বীকার করে দ্রুত সটকে যেতে চায় সে-ও
পিছু নিয়ে তার কবর অবধি যেয়ে
আবারো নিশ্চিত হতে হলো আমাকে
তিনি সত্যিই মৃত, লুটপাটের সংবাদ জেগেছেন
অপরিতৃপ্ত আত্মার যন্ত্রনায় আবারো ফিরছেন
ফিরে আসতে চান তার অংশভাগ বুঝে নিতে
ভোগ-সম্ভাবনার বাংলায় অথবা কি-জানি কি বলে
কবি জীবনান্দের ভাষায়-
“আবার আসিব ফিরে“
ডেকো লুটেরার ভিড়ে
এই বাংলায়
অবিশ্বাস, ষড়যন্ত্রের বেহায়া বধ্যভূমিতে
পরিণত আমার “সুফলা স্বদেশ“
কতটা ভার নিতে নির্ভার থাকা যায়, কতটা-
পক্ষাঘাতের কষ্ট চেপে পথ চলা যায় বিশ্বের পথে!
বিবস্ত্রার দায়, কলঙ্কদাগ কার কাঁধে তুলে দিয়ে
নিজ মন্ত্রীকে দায়-মুক্তি দেবে, নিউ ক্লিউপেট্রা
আমার সখিনা পাথর ভাঙে, সত্তর টাকায় কিনে চাল!
লাখো সন্তান হারা মায়ের শোক কিংবা
বিধবার অভিশাপ থামাতে নিজের কান্না বাড়াও
আমার রাষ্ট্রকোষ উজাড় করো যখন।
আমরা তখনো নিজেদের কষ্ট মেনে চুপ থাকি।
চট্টগ্রাম- ০৭/১২/২০২১ইং