একটি মনুমেন্ট এর জন্যে
মনুষ্যত্বকে হত্যা করেছে পুরুষ
মাতৃত্বকে ধ্বংস করেছে নারী
সন্তানেরা ভুলেছে জন্মদাতার ঘ্রান!
একটি মনুমেন্ট এর জন্যে
সত্যকে রঙের পলেস্তরায় ঢেকে
ভিন্নকিছুর ভেতরে লুকিয়েছ তুমি
যেভাবে কাক লুকায় তার আহার!
কিছুক্ষণ হাততালি পেতে
কারো পক্ষে বিশ্রী বমির মত স্থুতিগীত
কারো বিপক্ষে জঘন্য শেকায়েত
বিরুদ্ধে বানাও নির্জলা মিথ্যার বেসাথি!
ইশ্বরের নামাবলি আওড়াতে কিংবা
নরবলির যজ্ঞ চালিয়ে যেতে
কুরুক্ষেত্র সাজাবার মহান প্রয়াস
অনাচারিদের পক্ষে আচার, প্রাতিষ্ঠানিকতা!
একটি মনুমেন্ট এর জন্যে!
রাষ্ট্রভাষার জন্যে ওসব হয়নি
ঘটেছে স্বাভাবিক দাবীর উৎসারণ
স্বাধীনতার জন্যে কেউ বেঁচে ফিরতে যায়নি
মরে জিতেছে, জিতে ফিরেছে-  
কেউ মনুমেন্ট হতে চায়নি।
চট্টগ্রাম- ২১/০২/২০২২ ইং