ষাড়ের মতো বলদ কিছু শিংও আছে লম্বা
আসল নকল বুঝবে না ঠিক ডাক না দিলে হাম্বা।
দূর থেকে সব সমান লাগে উঁচু নিচু চাল ডাল
সাগর যখন ভাটায় হ্রাস; জোয়ার পেয়ে নাচে খাল।
নৌকা বলে জাহাজ ছোঁ’ব মাঝির পরাণ যাকনা
আকাশ ছোঁ’বে বলে গজায় উইপোকাদের পাখনা।
কলের লাঙল আসলো বলে বলদ গুলো বেকার
শিং দেখিয়ে মাথা বেচে, অণ্ডকোষ কে দেখার!
বলদ গুলো ষাড়ের সমান মূল্য পেতে মাতাল
প্রয়োজনে পাঁঠার হাতে ইজারা যাক গোথাল!
এখন কি তাই জন্মেনা ষাড়! গরু জাতের পাঁঠা
গাভীরাও ছাগির মতো দুধে হয়না মাঠা!
বিদেশ হতে ষাড় আনা চাই, বিদেশীনি গাভী
ক’দিন পরে জনগণের হতে পারে দাবী।
চট্টগ্রাম- ২৬/০৪/২০২২ ইং