অনামিকা, তোমাকে আবেগের বসে ভালোবাসিনি,
এমনকি মোহের বসেও নয়,
সহস্র মানুষের ভীরে শুধু একটি মুখ মায়ার বাঁধনে জড়িয়েছে,
ঠিক লতা যেমন জড়িয়ে থাকে বিশাল বৃক্ষকে,
সমুদ্র যেমন লোনা জলে পূরণ থাকে
পাখি যেমন পরম আদরে আগলে রাখে ছানাগুলো।
একদম বুঝতে পারিনি এত সহজেই আমার হৃদয় আসন পেতে নেবে।
এ যেনো মেঘ বিহীন এক পশলা বৃষ্টির মত,
গ্রীষ্মেে কঠিন মৃত্তিকাকে মোলায়েম করে।
হরিণীর মত মায়াবী চাহনি তোমার,
কাজল রাঙা আঁখি দুটি স্বচ্ছ ঝর্ণার জলধারা।
অতৃপ্ত বাসনায় তৃষিত হৃদয়ে এক চিলতে প্রশান্তি খুঁজে ফিরি,
নগরে, বন্দরে, গঞ্জে, শপিং মলে,
বৃথা পরিশ্রান্ত হয়ে ফিরে আসি বারবার,
জীবনানন্দের মতো বনলতা রূপী প্রশান্তী শুধু তোমারি মাঝে খুঁজে পাই।
কখনো একবারের জন্যও বুঝতে পেরেছো কি?
আমার চোখের ভাষা কি বলে,
হয়তো মুখ ফুটে বলিনি তোমায়,
চোখের ভাষা বুঝবার স্পৃহা জনের আছে বলো?
শুধু ভালোবাসা পেতে চেয়েছি ভালোবাসতে চেয়েছি,
আর কিছু নয়,তার বেশি কিছু নয়।
     ***