।।
এখনো চারিদিকে শেয়াল শকুন আর হায়নারা থাবা দেখতে পাই,
দেখতে পাই সিংস্র আক্রমণের লোলুপ লিপ্সা।
বিষাক্ত ভয়াল নখের থাবায় রক্তাক্ত করতে চায় জমিন,
বুনো জানোয়ারের মত নির্দয়ভাবে গর্জণ তুলে।
তাজা রক্ত-মাংশে উদরপূর্তি করেও ওরা নিবৃত নয়,
রক্তের লোনা স্বাদের নেশা আর মৃত দেহে তৃপ্তি খোঁজে।
অর্থের জাজিমে নিদ্রা তবু মোহ কাটেনা,
বন কাটে, পকেট কাটে, পাহাড় কাটে,
ভিকারীর ভিক্ষার ঝুলি তাও কাট অবলিলায়।
অপরে চরিত্র হননে দারুণ সিদ্ধ হস্ত,
অথচ নিজ বাংলোয়, হোটেলে কিম্বা অফিসে নারীর কাঁচা মাংসের স্বাদ নাও।
দোষ নাই ওদের, ওরা যে নিষ্পাপ গোলাপ:
দুর্গন্ধ স্পর্শ করেনা একদম, আর সব নোংরা বাসি পচা।
আজবে গুজবে চলিছে আজি - সত্যরা লুকিয়ে ভাঁজে,
মুখোশের আড়ালে ভালো মানুষি বহুকাল রেখেছ ধরে।
শোষণে বিবর্ণ পাতার মত বৃন্তচূত্য হবার দ্বারপ্রান্তে ওরা,
অথচ তোমরা ফুলে-ফেঁপে রক্তচোষা জোঁকের মত টসটসে,
ত্বকে তেল চুঁয়ে পরে,
তাজমহলসম ইমরাতে এসির ঠাণ্ডা পরসে ঘুমিয়ে থাকো,
একদিন লোনাধরে প্রাচীন ইমরাতের মত ইট ক্ষয়ে যাবে,
শোষিতের রক্ত টগবগিয়ে উঠবে
সমুদ্রের অশান্ত ঢেউয়ের মত গর্জণ করে নেমে আসবে রাজপথে,
রানাপ্লাজার ধ্বসের ন্যায় ভয়ঙ্কর শব্দে।
***