হাজারটি অভিযোগ করো তবু আমার দুঃখ নেই
শতকোটি গালি দাও হাসি মুখে বরণ করে নিব,
খুব কাছে ডেকে শক্ত করে চপেটাঘাত কর
এক বিন্দু বেদনাও অনুভব করবো না,
পুষ্পমাল্য বিবেচনায় গলায় পেঁচিয়ে রাখবো,
কিম্বা ফুলদানিতে সাজিয়ে খুব যত্ন করে রেখে দিবো,
তবু এতটুকু অনুযোগ-অভিযোগ করবোনা তোমায়।
আমার অনুরাগের বাগিচায় তুমি পুষ্পিত সৌরভ অবিরাম
অন্ধকার হৃদয়াকাশে দীপ্তমান সূর্যের আলোকরশ্মি।
আপদে তুমি সন্ধ্যা আকাশে উজ্জল ধ্রুবতারা
শত বেদনায় ভোরের শুকতারা হয়ে নির্মলতার ছোঁয়ায় পরশ বুলাও।
বিশ্বাস তুমি নাইবা করো মোরে-
বলবোনা ছুটে আসো আবার উত্তাল প্রমত্তা পদ্মার পাড়ে
কাশফুলের শুভ্র বালিচরে নাইবা হারালে আর,
নাইবা দেখিলে জেলের জালে রূপালী ইলিশের তড়পানো,
নাইবা শুনিলে উদসী মাঝির কণ্ঠে ভাটিয়ালি সুর।
সে আহ্বান আর জানাবোনা কভু;
সে অধিকার তো আমি হারিয়েছি বহু আগে;
হেনা পার্কের সেই স্মৃতিও মনে করে দিতে চাইনা তোমায়
ঠিক সন্ধ্যার পূর্বে যখন সারাদিনের কোলাহল মিটিয়ে হাঁসগুলো নীড়ে ফিরছিল ধীর পায়ে,
ক্লান্ত দেহ নিয়ে কামলারা ফিরছিল ছিল ঘরে
তবু তমি একবারও ফেরবার নাম পর্যন্ত করনি,
বলেছিলে, চলনা কোথাও হারিয়ে যাই,
যেখানে শুধুই অচেনা মানুষ।
জানি সে স্মৃতি মনে রাখবার প্রয়োজন তোমার একদম নেই,
তবু আমার এতটুকু অভিযোগ অনুযোগ নেই।
তুমি আমায় হাজারটা অভিযোগ কর, সেটাই আমার প্রাপ্তি
মূল্যবান নৈবেদ্য হিসাবেই যত্ন করে রেখে দেবো,
আর কিছু নয়,
সেটাই আমার শেষ প্রত্যাশা।
***