রক্তের দামে কেনারে ভাই আমার সোনার মাটি
বৈরাগীরা পারেনি কভু গড়িতে এখানে শক্ত ঘাঁটি।
সবুজ ঘাসে ছাওয়া মোদের শান্তির পবিত্র ভূমি
সকাল সাঁঝে তাহার বুকে স্বপ্ন ছোঁয়া চুমি।
ফসল বুনে কৃষক ভায়ে মুঠি মুঠি ভরে
বাতাসে আহা দুলিয়ে যায়, মন চলে যায় উড়ে।
কাজ করে যায় শ্রমিক জনে ঘাম ঝরে তার গায়ে
পদ্মা গাঙে মাঝি ভাইরে হাল ধরে তার নায়ে।
কামার-কুমোর, জেলে-তাঁতি সবাই মোরা জ্ঞাতি
বিশ্বের বুকে গর্বের সাথে এটাই বড় খ্যাতি।
বৈষম্য নাই সবাই মোরা একই মায়ের পুত
আপদ কালে এগিয়ে যাই হিংসা নাই এক সুত।
সকল দেশের সাথে মোদের আছে যে সম্পৃতি
বিশ্ব মাঝে আমার দেশ গাইবে প্রেমের গীতি।
অন্যায় ভাবে কেহ যদি আসো গায়ে লাগতে
জবাব পাবে ত্বরিত ভাবে বীরের জাতি জাগবে।
***