এক কৌটা সিঁদুর পরিত্যক্ত পরে আছে বাদাম খেতের আলে,
একে বারে তাজা লাল টকটকে,
মনে হচ্ছে সদ্য বিবাহিতা তরুণীর কপালে ব্যবহৃত হয়েছে মাত্র,
কোন বেরসিক অসুর কেড়ে নিয়েছে বাসর হবার আগেই,
অশুভ অলক্ষুণে বেহুদাই আশান্তি বাড়াতে।
জানিনা দেবতারা অভিশাপ করেছে কি'না,
ভালোবাসার চুড়ান্ত রূপদিতেই এ আয়োজন,
অতি নগণ্য হলেও সিঁদুরের চিহ্ন খুব দামী,
রমণীর স্বর্গীয় পবিত্র বিশ্বাস যাকে বলে।
বহু যত্নে হৃদয়ে স্বামী দেবতার প্রতীক ধারণ করে,
অথচ আজ বাদাম খেতের আলে
শেষ বিকেলের সোনারোদে চিক্ চিক্ করছে,
অনাদরে পায়ে মাড়িয়ে যাচ্ছে পথিক অবলিলায়,
একবার বুঝতেও চাইছেনা কেউ।

থমকে দাঁড়িয়ে ভাবছিলাম শুধুই,
পদ্মার বালিচরে বাদম খেতের আলে পরে আছে- তরতাজা ঝকঝকে সিঁদুরের কৌটা,
অথচ সিঁদুর পড়াতে পারিনি বলে অনন্যা আজ বহুদূরে,
কোন এক অচেনা গ্রামে,শহরে,নগরে অথবা গঞ্জে।
সিঁথিতে এমনি করেই চক্ চক্ করছে লাল টক টকে সিঁদুর,
হাতে দক্ষ শিল্পীর হাতে গড়া শাখা।
এক নন্দিত বাগিচায় শোভা বর্ধন করে আছে অনন্যা,,
আর আমি -
বাদাম খেতের আলে পরিত্যক্ত
সিঁদুরের কৌটা চেয়ে চেয়ে দেখছি।
         ****