রাজবাড়ীতে রাজা ছিলেন সূর্য কুমার নামে
পাংশা থানা বিখ্যাত যে - সকল জনেই জানে।
পাংশার বুকে আছেন জানি অনেক জ্ঞানী জন,
যেমন তাঁরা গুণী ছিলেন তেমন উদার মন।
তাদের নিয়ে লিখতে কিছু গর্ব মনে পাই,
এমন মহৎ সুজন লোক-আর কোথাও নাই।
ধন্য হল এ মাটি যে, তাঁদের পরশ নিয়ে,
প্রাণের থেকে শ্রদ্ধা আমি যাব তাদের দিয়ে।

ডক্টর কাজী মোতাহার হোসেন -এক যে দীপ শিখা
তাঁহার নিয়ে আছে আমার অনেক কিছু লিখা।
কাজী আব্দুল ওদুদ ছিলেন মুক্ত মনের লোক,
হারিয়ে গেছে অনেক কৃতি মনের মাঝে শোক।
এয়াকুব আলী মহাসধক সাক্ষী ইতিহাসে
তাঁহার নিয়ে লিখতে গেলে -অনেক স্মৃতি ভাসে।
আব্দুল মাজেদ অমর জানি -অনেক যে তাঁর স্মৃতি
সর্বহারা লোকের প্রতি ছিল যে তার প্রীতি।
রোকনুজ্জামান দাদাভাই কচিকাঁচার মেলায়
ছড়া কবিতা লিখতেন কত -  তুলনা মেলাই কোথায়?
পাংশাতে ভাই আরো আছেন -অনেক গুনী জন,
তাঁদের প্রতি শ্রদ্ধা আমি করি নিবেদন।

শত মনীষীর স্নেহে ধন্য এই যে পূণ্যভূমি
আজও এ মাটি নন্দিত হয় তাঁদের স্মৃতি চুমি।
পদ্মার জলে-পবিত্র ফুলে রবে তাদের নাম
গর্বিত মোরা,বন্দিত মোরা -পাংশা তাঁদের ধাম।
             ***