অপেক্ষার পর অপেক্ষা করেছি তবু মেলেনি দেখা,
তোমার অস্পন্দ অটল অহমিকায় মরে গেছে -
আমার প্রত্যাশিত সতেজ সবুজ সুন্দরের চিন্তাগুলো,
অকালেই ঝড়ে গেছে বাগিচায় অপুষ্পিত কুসুম কলিকা।
বাতায়ন ভেদ করে শীতের সোনালী সূর্য কর এখনো পরে বুকে মুখে,
সবুজ ঘাসের বুকে বিন্দু বিন্দু শিশিরে কণা জমে থাকে,
যেমন করে তোমার নাকে উপর জমা হতো অনুরাগের ঘাম।
অদম্য ইচ্ছেগুলো অঙ্কুরিত হতেই চাপা পরেগেছে মৃত্তিকার তলে,
আমার উচাটন হৃদয় কোনে ভয়াল ঘনকালো মেঘের ঘনঘটা,
তাইফুনের মত ধেয়ে আসে তীব্র গতিতে আরবার।
তোমার কাছে খুব বেশি আদৃত হবার মানসিকতা আমার ছিলনা,
ছিল আদেশানুবর্তী হবার দারুণ স্পৃহা,
এখনো চিন্তাগুলো উদ্দীপ্ত, দীপ্য মান চির ভাস্কর।
অথচ তুমি আত্নাপহারী আমি বুঝিনি একদম,
কাক যেমন বুঝতে পারেনা কোকিলের চাতুরী।
অনন্যা হয়তো তুমি উঠবন্দি চুক্তি করেছ উৎপথ,
তবু আমার এতটুকু অভিযোগ,অনুযোগ নেই;
তোমার কাছে আজ আমি অস্পৃশ্য কোন এক ব্যর্থ যবন।
***