সরস বসন্ত এখন আর নেই,
ঝলসে গেছে দুপুরের খর রৌদ্রে
আগুনে পুড়ে লোহা যেমন লাল টকটকে শিমুল ফুলের মত হয়ে যায়।
হাজার বছরের লালিত স্বপ্নগুলো ঠিক তেমনি করে পুড়ে গেছে।
বেইলি রোডে পোড়া মানুষের উৎকট গন্ধ ভেসে আসে নাকে।
চারিদিকে না পাওয়ার হাহাকার,শুন্যতা ভর করে আছে সর্বত্র ;
না ফোটা ফুলগুলো কুঁড়িতেই শুকিয়ে যাচ্ছে অবলিলায়,
মজুদদার শোষকের গুদামে জমা হচ্ছে বেহিসেবি সম্পদ,
অভাবীর দেনার পাল্লা দিন দিনি পাহাড় সম,
দেখেও হাসে ওরা খুব তাচ্ছিল্যভরে,
বিবেক মরে গেছে বহু আগে, নির্বোধ - নির্লজ্জ সে হাসিতে পুষ্প ঝরে না,
নর্দমার অসহ্য দূর্গন্ধে ভরে যায় চারিদিক।
মানবতার দোহাই এখানে টেকেনা, পদতলে পতিত সতত।
অর্থ বিত্ত আর সম্পদে সম্মানও খরিদ হয় খুব সস্তায়,
স্যালুট সালাম বেসুমার, হাটে ঘাটে বাঁটে কিম্বা জনসভায়।
মঞ্চের ভাষণে সত্যের অপলাপ
সব কিছুই আজ তপ্ত মরুর বালুকাময়,
বায়ু তপ্ত,বাণী তপ্ত, বাজার তপ্ত,এমনকি প্রেম-ভালোবাসাও।
মানবতা নয় নিষ্ঠুরতাই পরম নৈবেদ্য,
বিনয় নম্রতা ভদ্রতা পুস্তকে লেখা গৎ মাত্র।
বসন্ত এখন আর সরস নয়,
নিকষ প্রস্তর যেনো।
***