ভীষণ দুষ্টু, ভীষণ চতুর
বাহবা মেলে খুব,
আপন কথা ভাবিসনা যে
পরকে বলিস ধূর।

নিজের ছবি দর্পণে ভাই
হয়না দেখা কভু
লজ্জা বুঝি উঠেই গেছে
কি আর বলি তবু।

পরের নিয়ে ভাবিস শুধু
আপন কথা বাদ,
নিজের মাঝে ময়লা জমে
ষোল আনাই খাদ।

ভালো কিছু করলে পরে
টুঁটি ধরিস চেপে
নিজের আকাম মেপে দেখিস
পাল্লা যাবে বেঁকে।

আঁধার রাতে কত রকম
করে যাচ্ছিস পাপ
দিনের আলোয় দেখি মোরা
একেবারেই ছাপ।

পরকালারে কথা আমি
দিলাম না হয় বাদ
মর্তলোকেই দেখতে পাবো
কত রঙ্গের ঠাট।

ভাবছিস বুঝি বোঝেনা কেউ
করিসনা মনে তা,
সবাই জানে তোদের খবর
মনের মাঝে ঘা।

অল্প একটু সবুর করেক
দেখবি মজা বেশ
অপকর্মের দৌরাত্ম্য
হবেই হবে শেষ।
      ***