চুয়ান্ন বছর পরেও কেন
জরিনার চোখে জল
অট্টহাস্যে হাঁসিস কেন
দেখতে লাগে খল।

মা হারালো বুকের যাদু,
বউ হারালো বর,
বোন হারালো ভাইটি তাহার,
সন্তান হলো পর।

আগুণে গেলো ঘরটি জ্বলে,
শুণ্য হলো ভিটে
মরণ যুদ্ধে সব হারিয়ে ,
জীবন কাটে জটে।

চুয়ান্ন বছর পরেও কেন
ভোটটি যায়না দেয়া,
দিনের ভোট রাতে হয়,
নিজেরটা  যায় খোয়া।

চুয়ান্ন বছর পরেও কেন
জীবন দিল সাইদ,
মুগ্ধ কেন ঝড়ে  গেলো,
হাজার দুয়েক শহীদ।

জবাবটা আর কে দেবে ভাই
বলো ভেবে রাজন,
এত জীবন নিয়েও তবু
বাজাও  বাদ্য বাজন।

আমরা কি আর চেয়েছিলাম,
এমন স্বাধীনতা,
জীবন সম্মান সব হারিয়ে,
আজো পরাধীনতা।

       ***