ভাসছে আজি  বার জেলা
বন্যার জলে ভাই,
ওদের পাশে দাঁড়াও সবে
বিভেদ ভুলে তাই।

এমনি করে বন্যা হবে
ভাবিনি মোরা কেউ
সকল কিছু ভেসে গেছে
নিষ্ঠুর জলের ঢেউ।

ফসল গেছে পশু গেছে
জলের তোরে ভেসে
আহার নিদ্রা তাও গেছে
কেমন করে বাঁচে।

আছেন যাঁরা বিত্ত বান
আসুন ওদের পাশে
দেলটা খুলে করি দান
বাঁচিয়ে রাখার আশে।

শিশু, বৃদ্ধ, রুগ্ন সবার
বিপদ বড় ভাই
গরু ছাগোল হাঁস মুরগী
প্রাণ সবার বাঁচাই।

রবের কাছে এই কামনা
এই প্রার্থনা করি
বিপদে কালে তুমি ছাড়া
কারেই স্মারণ করি।
        ***