ভালোবাসা কি চাল,চিনি,ডাল যা কেজির ওজনে মাপা যায়?
কিম্বা সয়াবিন তেলও নয় লিটারে পরিমাপ হয়,
দোকানের ছিট কপারও না গজে বা মিটারে পরিমাপ করবো,
তাহলে কেমন করে বলি তোমায় কতটা ভালোবাসি?
খুব সহজ প্রশ্ন, অথচ উত্তর দেবার সামর্থ্য একেবারেই নেই।
নোট, গাইড, কাব্য, গল্পে অনেক খুঁজেছি, কোথায়ও লেখা নেই।
ভালোবাসার পরিমাপক যন্ত্র খু্ঁজলাম তন্ন তন্ন করে, গ্রামে,শহরে,নগরে ও গঞ্জের দোকানে শপিংমলে, বিপনি বিতানে,
দেশি-বিদেশি জনপ্রিয় পত্রিকায় বিজ্ঞাপন ছেপেছি,
এমনকি অনলাইন ও টিভি নিউজেও।
এত ছোট্ট সরল প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে-
আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত তবু সন্ধান মেলেনি,
তাহলে কেমন করে বলি কতটা ভালোবাসি তোমায়?
ভালোবাসা জলের লিখন নয় একটু তাপে বা মাটির শোষনে মিলে যাবে,
কাগজ নয় ছিঁড়ে পঁচে গলে আগুণে পুড়ে যাবে।
সমুদ্র সৈকতের নরম বালিতে আঙ্গুলের ছাপ নয় জোয়ারের জলে মিলে যাবে।
সে তো হৃদয়ে নিঃসৃত বিরামহীন রক্তধারায় প্রবাহিত,
তাকে কে পারে রুধিতে!
কিন্তু ভালোবাসা কত গভীর,পরিমান কত তা বলি কি করে?
তবু বলি শোন- মাছ পানিকে যতটা,
জীবনের প্রয়োজনে জন্যে এই মর্তলোকে অক্সিজেন যতটা।
অথবা - মা সদ্য ভূমিষ্ঠ শিশুকে যতটা আগলে রাখে বুকে,
স্রোতস্বিনীর জলধারা সাগরকে নিরন্তর ভালোবাসে যেমন করে,
ডিম ফুটে বেড়োনো বিহঙ্গ ছানাকে বিহঙ্গী যতটা বাসে,
আমিও তোমাকে তার চেয়ে বেশি বৈ কম নয়।
***