পাহাড়ের উচ্চতা পরিমাপ করতে যাইনি আর
যখন তোমার ভালোবাসার দৃঢ়তা দেখেছি খুব কাছে থেকে,
সাগরের বিশালতা পরিমাপ করতেও চাইনি
যখন তোমার হৃদয়ের গভীরতা দেখেছি স্পষ্ট।
ক্লিওপেট্রা মোনালিসার সৌন্দর্য বুঝতে চাইনি
কারন তোমাকে দেখেছি  পূর্ণ অনুরাগে।
নাটোরে বনলতা সেন পড়তে চাইনা আর,
তোমার কাব্যিক মধুবর্ষী কথনে আমি বিমুগ্ধ তন্ময়,
কবিতার উপমা তোমার শরীরের ভাঁজে ভাঁজে।
বাহারী রংধনুর সাত রং আমি দেখতে চাইনা আর
কেননা তোমার গোলাপী শরীর আমি দেখেছি অপলক,
সবুজ অরণ্য মাঝে যেমনি হরিণীর বিচরণ
আমার মনের অলিন্দে তেমনি তোমার অনন্যা।
শরৎ বাবুর পার্বতী, রাজলক্ষ্মী আর খুঁজিনা এখন
এমনকি মন্তু মিয়ার টুনি বিবিকেউ নয়
শুধু তোমাকে দেখেছি বলে।
পূর্ণিমা আকাশে জ্বলজ্বলে চন্দ্রটি যেমন
তোমার নাকের বাম পাশের তিলটি তেমনি অপার সৌন্দর্যের আধার।
শুধু দুঃখ একটাই, তুমি কখনো বুঝতে চাওনি আমাকে
যেমন করে চেয়েছি আমি।
তবু এতোটুকু অভিযোগ- অনুযোগ নেই একদম
শুধু বলি ভালবাসি তোমায়।
           ***