বহু বছর কেটে গেলো অনেকটা অর্কিডের মত
অর্ধেন্দুর আবছা আলোয় দেখা হয়নি স্পষ্ট দেবীরে,
নিশি অম্বরে অনুরাধার তরে অনুরক্ত আমি,
সে তো নয় অনৈসর্গিক কোন অনৃত কল্পনা।
আমার চেতনায় কভু ছিলনা অনৌদার্যের অন্ধিসন্ধি।
অলুব্ধ মন কখনো চায়নি তোমার অলিঞ্জরে রন্ধিত অশন,
তোমার অনুধ্যানে সতত কেটেছে ক্ষণ তবু অনুৎসুক নই,
অনুনাদ অনুবর্তনে কেটেছে সহস্র বছর।
সেই অনন্য অনন্যার তরে অশরণ অবহেলায়
অশ্বমেধ যজ্ঞের অশ্ব হয়েছি তবু এতটুকু অনুযোগ নেই;
শুধু নিঁখাদ অনুরাগের মূল্য দিতে,
আমার অম্বরে এখন নিঃস্তব্ধ রজনীর নিরেট অন্ধকার,
রবি করের প্রত্যাশা এখানে অলীক কল্পনা বৈ কিছু নয়,
অনুরাগের রাজ্যে এখন আমি ধরণীর বুকে অর্ধমৃত অর্কিড।
           ***
[শব্দার্থঃ-
******
অর্কিড - পরগাছা
অর্ধেন্দু - পূর্ণ উদিত নয় এমন চাঁদ
অলিঞ্জর- মাটির বড় পাত্র
অলুব্ধ - লোভহীন
অশন- খাদ্য
অশরণ - আশ্রয়হীন
অশ্বমেধ - ঘোড়ার কপালে জয়পত্র বেঁধে দিয়ে রাজাকে বশ্যতা স্বীকার করার পর ঐ ঘোড়াকে হত্যা করে যে যজ্ঞ।
অনুরাধা- নক্ষত্র বিশেষ
অনৃত- মিথ্যা।
অনুরক্ত - আসক্ত
অনৌদার্য- সঙ্কীর্ণতা]
অন্ধিসন্ধি - ছিদ্র।]