লালিত স্বপ্নগুলো পুড়ে গেছে চৈত্রের প্রখর তাবদাহে,
কৃষকের স্বপ্ন যেমনি করে গুঁড়িয়ে যায় পাকা ধানের ক্ষেত শিলা বৃষ্টিতে:
নির্লজ্জ প্রত্যাশাগুলো তেমনি করেই ঝরে গেছে আমার।
হৃদয়ের আঙিনায় এখন আর অঙ্কুরিত হয়না সুন্দরের স্বপ্ন,
বাগিচায় ফোটেনা পুষ্প রাশি রাশি,
সুগন্ধে সুবাসিত করেনা চারিদিক,
ভ্রমরের গুন্জনে সুরের মূর্ছনায় আমোদিত নয়,
অনূর্বর জমিনে পুষ্টিহীন কঙ্কালসার বৃক্ষের মত অসহায়ত্ব ঘিরে আছে ।
সামান্য তুফানেও এখন আমার চরম ভীতি,
অথচ উত্তাল সমুদ্রবক্ষে উথাল-পাথাল ঢেউ স্তব্ধ করতে পারেনি চলার গতি;
মরুর তপ্ত বালুকাময় পথ মাড়িয়ে গেছি অবলিলায়,
শ্বাপদসংকুল গহীন অরণ্যে সীমাহীন  চলেছি সিঃসঙ্গ নিশি রজনি;
তবু এতটুকু ভয় জাগেনি মনের কোনে।

এখন তোমরা নির্দ্বিধায় স্লোগান তুলতে পারো -
তুমি ভীতু, কাপুরুষ, পরাজিত এক ঘৃণিত নিন্দিত সৈনিক,
তবু প্রতিবাদ করবোনা একদম,
নিরবে মেনে নিবো পরাজিত  আত্মসমর্পণ করা সৈনিকের মত।
যদি প্রশ্ন করো - কেন এ পরাজয় তোমার ?
করতে পার হাজার বার-
তবু কিছু বলবার নেই,
শুধু জানি আমি এক পরাজিত সৈনিক।
          ****