মাতৃভাষা বাংলাভাষা
মহান স্রষ্টার শ্রেষ্টদান,
মায়ের ভাষা মাতৃস্নেহ
পাখ পাখালির কুহুতান।
প্রিয়ার ভাষা ভালোবাসা
নদীর ভাষা কলতান,
দীন মজুর আর কুলির ভাষা
রাজা প্রজার উপাখ্যান।
বাংলা ভাষা মাতৃভাষা
মহান স্রষ্টার শ্রেষ্টদান।
বাংলা আমার মায়ের ভাষা
হয়না যে তার উদাহরণ,
সালাম,বরকত,রফিক জাব্বার
দিয়েছিলেন আত্মদান।
যাহার ফলে বিশ্বমাঝে
মোদের ভাষার শ্রেষ্টস্থান।
মাতৃভাষা বাংলাভাষা
মহান স্রষ্টার শ্রেষ্টদান।
রক্ত দিয়ে কেনা ভাষা
হয়না যে তার তুলনা,
ভাষার প্রতি অসম্মান
মানবোানা মোরা মানবোনা।
হাজার ভাষার মাঝেও আজি
মোদের ভাষা অনন্য,
দেশ মাতৃকার সকল স্থানে
থাকবে ইহার প্রাধাণ্য।