বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ
রুপের যাহার নাইকো শেষ,
বিশ্ব মাঝে উঠবে জ্বলে
স্বমহিমায় মস্ত বিশেষ।
বাংলাদেশ জন্মভূমি বাংলাদেশ
যুগে যুগে হায়নার বিচরন,
রুদ্ধ করেছে অগ্রগতি নিদারুন।
বৃটিশ বেনিয়া থেকে অদ্যাবদি
নব্য উপনিবেশীরা নিরবধি,
শোষন করিতে যারা মহা ব্যস্ত
স্বজনের মুখোশে তারা ভীষন ক্লান্ত।
নদী নালা পাহাড় ঘেরা
বিস্ব মাঝে ইহাই সেরা,
বন বনানী পাখ পাখালী
কোথাও এমন নেই,
সবুজ ঘেরা শ্যামল মায়া
মোদের স্বদেশ সেই।
বাংলাদেশ প্রিয় বাংলাদেশ
ছায়ায় ঘেরা মায়ায় ভরা
পাহাড় নদী ঝরনা ধারা।
অামরা তোমায় ভালবাসি
প্রমান যে তার কত,
রক্ত দিলাম অকাতরে
জীবন শত শত।