আমাকে আমি আর কখনোই পাবো না, খুব বেশি করে সবটুকু পেতে চেয়ে হারিয়ে গেছে অত্যাচারী রোদে!
সব ধোঁয়াসা নীল আর কালো।
যেমন ম্যাকনোলোড্ডা দ্বীপের জলরাশি কিবা হঠাৎ স্টার্ট করা গাড়ির গাঢ় ধোঁয়া।
আমার আর হয়নি কখনো নিজেকে ছোঁয়া।

তুমি সম্ভবত সেদিনের পর সব নিহাস ছেড়ে দিয়েছ সূর্যের কাছে, এভাবেও কাউকে মারা যায়?
শীত শেষ আমাকে খবর পাঠিয়েছিল চৈত্র, আমি তার সাথে সখ্যতা গড়তে পারিনি, এ আমার দৈন্যতা।
এই সুযোগ,ঝেড়ে ফেললে তোমার গোছানো সভ্যতা?

এই মরুর রোদে হারিয়ে ফেলেছি কবিতার শরীরি সুর,
সে চেনায় গ্রীষ্মে তাকে পাওয়া যায় না, সে অনেক দূর।

যেমন করে থাকে ইয়াকুতস্ক অথবা এস্তোনিয়ার বরফি শহর,
মমি করে রাখা হোক, কাটুক সেথায় আমার অন্তিম প্রহর।

তারপরও রোজ নিয়ম করে তোমাকে চাই, আমাকে ফেরত চাই!
তোমারে চাইলে হৃদয় খুশি হয়, ইন্দ্রিয় জেগে ওঠে।
ওরা যখন সাড়া দেয় তখন আনমনে আমার ভাল্লাগে।
             কিন্তু তোমাকে আর পাওয়া হয় না।
রাত শেষে চাঁদের বিশ্রাম,আমার যে এই রোদ সয় না!




এজিএস
২১/৪/২৪