হঠাৎ চাঁদের দেশে যখন প্রথম কিছু তারা দেখা গেল,
বিস্মিত কিছু চোখ ভাবলো-
এগুলা চাঁদের গুড়া!
কদর নেই,খসে পরে যেতে দাও।

প্রিয়তা! ভালোবাসার গুড়া হয় না;
লেগে থাকে পরস্পর একত্রে, বুকে বুক,চোখের স্বপ্ন।

চোখের ভেজা পাতায় খুঁজতে যেও না জল,হবে বাড়াবাড়ি;
দেখবে কয়েকটা পুকুর শুকিয়ে গেছে!
কই গেল তাহলে?
ধার নিয়েছিল চোখ,পুকুরের কাছে বায়না করে।

এসব ভালোবাসা নয়,রাক্ষসী পিপাসা;
আমি ফিরিয়ে দেব জল প্রকৃতির।

তেলটুকু জলে ঢেলে দিয়ে এসেছিলাম হপ্তা ছুটিতে,
নিশ্চিন্ত যেহেতু তবে নিশ্চিহ্ন!
দেখা হয়েছে,অন্যঘাটে তাহারা ভাসমান,আলাদাই রয়ে গেছে।

আগে চরিত্র জানো,জমাট চরিত্র;
অতঃপর ভাবো,কাহার প্রেমে কে রয়ে যাবে।

চাঁদ আবারো উঠেছে,এবার অনেক সঙ্গী তাঁরা;
লোলুপ চোখ এখন সবটা জানে,অভিনয় শেষ!
তবে পথে থেমে থেমে কি উঁচু পাহাড়ের খোঁজে ছিলে?
এপাশে রাতগুলো নির্ঘুম তবু ঘুমিয়ে যাবে একদিন!

হাত বাড়াও জোছনা দেখো,অভিশাপ দিবে অকৃতজ্ঞ!
বেঁচে গেছি,আমাকে যে নিঃসঙ্গ প্রকৃতি আপন করে নিয়েছে।












স্মার্ট টেক ইন্জিনিয়ারিং লিমিটেড
এলিফ্যান্টরোড, ঢাকা।
২০/৮/২০২০