এমন বিভৎস, আমাদের চুমুর নিচে একরাশ থুথু জমা থাকে!
হিংসের দানাবাঁধা বাসাটা চোখের আলগোছে বিদ্রুপ কাজল মাখে।
এই মায়া তবু লেগে থাকে চোখের শোকে,
তাড়নায় বর্ষায় ভিজে যাওয়া নরম মন ভোগে!
হেঁটে হেঁটে এগিয়ে যাওয়া মেঠোপথ,থেমে যায় শেষ না হওয়া গন্তব্যে শীতল;
ইচ্ছের আগ্রহ কেনো, সাগরের অববাহিকায় ডুব দিয়ে ছুঁতে চায় অতল।
ডুবে যাক বিদ্রুপ চাওয়া সব পাড় থেকে দূর বহুদূর,যেখানে থাকেনা পথ যাবার,
আকাশের তারকারা যেমন চোখের নাগালে থেকে হারিয়ে যায় বারংবার।
হিংসের বঙ্গবাণী ছড়ায় যে মধুর মুখ, যার চোখে লেগে থাকে কালো কাজলের বাঁধ;
তারে তুমি আনতে কেনো সাজিয়েছ ছই নৌকা আর পূবের পুরাতন ঘাট!
মানুষে মানুষে কথা তাও করোলার তেঁতো,
মুখের মুখোশে যে সাজায় হৃদয়,অমানুষ সে তো!
ডিওএইচএস
১২/৪/২৪