নিদারুন ভাগ্যেচাকার রথ কলুষিত হলে শেষ সময়েও তার প্রকৃতি বদলায় না,
আমি বদলে ফেলেছি তাই চাকা,রথ আর কলুষিত হয় না,তুমি রথযাত্রায় চালকের আসনে।
রন্ধ্রে রন্ধ্রে বালিকা তোমার পরিপক্কতায় ছেয়ে আছে লতার মত,প্রকৃতি যেখানে আমায় নিরব করে রাখে,
তোমাতে ভাগ্য খুঁজি, ভাগ্য আমায় তোমায় দেখায়।
এই মিলবন্ধনে আমি তেজক্রিয় হয়ে উঠি।
তাবৎ সৃষ্টিশক্তি এমন ভাগ্যদেবীর অন্বেষণে ডুব থাকতে চায়,
প্রেমই এমন রথ,তুমি ভাগ্য, দুইয়ে মিলে ভাগ্যরথী।
হিরাঝিল,চিটাগাংরোড।
১২/১১/২০২২