এই দুঃসময়ে মৌমাছি মৌচাক বানায় না,শিয়ালটা শিকার না করে গর্তে ঢুকে গেছে,
বন মোরগটা ইচ্ছে করে বনবিড়ালের পেটে ঠাই নিয়েছে!
সাপের খোলস হৃদযন্ত্র সহ ছিড়ে পরে আছে,আর হাফ ছেড়ে বাঁচে কূয়োর ব্যাঙ।
বৃষ্টিটা থেমে থেমে আসতে দেখে প্রজাপতি ফুল চুষে সটকে যেতে গিয়ে ঝড়ের কবলে প্রান হারালো।
তবে তাতে কি!
দুনিয়া ধ্বংসলীলার আস্তানা।
ক্ষয়ে যাওয়া বিশ্বায়ন চায় আপাতত আমি বাঁচি পরবর্তী প্রজন্ম থেকে যাক মায়ের কোলেপিঠে!
সবুজাভ নীল জলরাশি সব লাল অথবা ময়লা দুর্গন্ধ হয়ে যাক,মাছের ডিমগুলি থেকে একটা বাচ্চা না ফুটুক অথবা এতবড় তিমিটা প্রসব না করুক আরেকটা তিমি।
সব স্বার্থপর!
আলিঙ্গন করতে নারাজ তাই প্রেম।
পরস্পর অসম্পর্ক গড়ে উঠে চাকতী খেলায়,শেষে হেরে যাওয়া দু'জনার একজন বেশ ভালো আছে আজ অর্থদম কবজায়!
আরেক পক্ষী নড়ে না গাছের ছায়,শেষকৃত্য করে যাবে মহুয়ার বাসরে।
এই দমরমনীকে টানবে না দেওয়ানা মজনু!
হেসেখেলে জিতে যাক সবাই,
ভাগ্যনিয়ন্তা শেষ খেলা কারে দিয়ে খেলায় কে জানে!
স্টারলিং লন্ড্রি লিমিটেড
২/৯/২০২০