একটা জোনাই পোকার আদলে টিপটিপ করে জ্বলে ওঠা প্রেম নিভে গেল মনের সদরে,
খিড়কি নড়বড়ে,হঠাৎ ঝড়-ঝাপটা, ঝুকি নিয়ে উড়ে গেল সব পোকাদের দল, আলোটুকুন চিরতরে চোখ ফাঁকি দিয়ে জলে ভেসে অন্য পাড়ে তীক্ষ্ণ হলো।
বিদঘুটে অভিজ্ঞতার বেড়াজাল আমার বাহ্যিক অবসরে,ক্লান্ত সফরের বিষন্নতা এসে দেখেছি প্রেমের শেষ দরজায়,
কাটাতারের বেড়া ডিঙিয়ে আর কতটুকুই বা প্রেমে মজা যায় ।
নষ্ট কিছু আত্বরক্ষার কৌশল রপ্ত করতে গিয়ে হারিয়ে ফেলেছি আমার সত্যিকারের প্রেম,
ভেবেছিলাম আমার অধঃপতন হবে ,ভুল শুধরে আবার ফিরে আসবো চেনা সুরে,কিন্তু আমার অস্তিত্ব কাপিয়ে এ কি হলো আমার ......
( ঊর্ধ্বগমন )
আমি ক্রমশ হাওয়ায় মিলিয়ে যাচ্ছি ।











জিন্স কালেকশান,টঙ্গী।
১৯/১০/২০২১