তোমার চোখ যতটা আকাশ তাকাবে,
        তাঁরারা রাত জুড়ে ততটা ছড়াবে;
যতটা সূর্য থেকে সরে চাঁদ আঁকাবে,
           ততটা এ চোখের জল গড়াবে।

যতটা আকাশজুড়ে তোমার বিচরণ,ততটা আকাশ ছেয়ে রবে আমার আবরণ।

ততটা তোমার কাছে সহজ সমাধান,যতটা আমার কানাকড়ি নেই ধ্যানজ্ঞান।

ততটা তুমি কেঁড়ে নিবে আমায় থেকে,যতটা তুমি লুকিয়ে রেখেছিলে বাঁকানো হাসির আবির মেখে।

যতটা আমার মন অসুখী যাতনায়,ততটা ফেরত পাবে তুমি নিজের আয়নায়।

ততটা কি রেখেছিলে তুমি চিন্তার পাতায়?
        আজ তোমার চোখ জুড়ে যতটা কান্না গাও,
যতটা তুমি ডাকলেই পেতে হাতের শিরায়,
         তুমি কি ততটা আর আমাকে কাছে পাও?





বিসিক, এজিএস
২৮/২/২৪