আমি জানি তুমি অক্ষর হয়ে ঘুরে বেড়াও কবিতায়
আমি জানি তুমি জানজটে মিশে রও আগ্রাসী বালুকায়
আমি জানি তুমি একপলক আসো মিশ্র জাদুর ডেরায়
আমি জানি তুমি ল্যাম্পপোস্টের নিচে আছো দাঁড়ায়।
আমি জানি তুমি সময়,তুমি হাহাকার সিগন্যাল বাতির
আমি জানি তুমি আক্ষেপ,বৃষ্টির মহামারীতে লাল ছাতির,
আমি জানি তুমি মিশে আছো ছুটে চলা দু'চাকায় গতির
আমি জানি তুমি হঠাৎ করেই মিশে যাও মনে,এই যাত্রীর।
আমি জানি তুমি সকাল হতেই হরদম মিলিয়ে যাওয়া চাঁদ
আমি জানি তুমি ছুতোনাতা,হাহাকার গিলে খাওয়া ফাঁদ,
আমি জানি তুমি জহুরী,উনুন আকাশে বিশায়ালাকায় ছাদ
আমি জানি তুমি ভুল,গায়ে ঠোটে মিশে থাকা বাতচিত স্বাদ।
আমি জানি তুমি ব্যাঞ্জনবর্ণ,অজস্র শব্দের মাঝে নীরবতা
আমি জানি তুমি সুর, অপলকে শুনে যাওয়া কত কথা,
আমি জানি তুমি মাধবীলতা,উদাহরণে যথেষ্ট যথাতথা
আমি জানি তুমি ক্ষাণিক সময়, তবু বিরক্তির মধুরতা।
আমি জানি তুমি পিপিপ সাইরেন তথা রিকশার ঘন্টায়
আমি জানি তুমি শর্ষে ফুল,চোখে সাময়িক স্বপ্ন তন্দ্রায়,
আমি জানি তুমি সুন্দরী,বেশ ভালোই এই বুভুক্ষু মন্দায়
আমি জানি তুমি ধোঁয়া,তবু ক্লান্তি ঔষধ এই হঠাৎ সন্ধ্যায়।
চন্দ্রিমা সুপার মার্কেট
১২/৩/২০২১