তুমি আমার কবিতার স্বপ্ন, তুমিই আমার প্রাণ
এ মনে যত সুর,যত রং, আমৃত্যু অম্লান তুমি
তুমি উর্বর সবুজ ক্ষেতের দোল খাওয়া ঢেউ, গিরিনন্দিনী, ভালোবাসার প্রণয় শস্যদেবী।
তুমি শান্ত বহমান নদী, নিরবিচ্ছিন্ন প্রতিসাম্য অর্জনেে যাও সাগর সঙ্গমে,
তুমি সেই দূরন্ত রমনী,মিশে আছো উচ্ছ্বসিত রঙ্গমে
খাঁজ পাহাড়ি আদিবাসী হয়ে যদি থেকে যাও
আমি কোমড়ের মাদল দেখবো দু'হাতে তুড়ি বাজিয়ে।
লুকানো বনহরিনীর মত তুমি নির্জলা আবেদন
সত্যটুকু এ প্রেমের সবটুকুন লজ্জাবতী পাতার ন্যায় লাজুক নাজুক,
তুমি আমার কৃতীলতা,ফুলের সৃষ্টিশীলতা
মোহিনী চোখ,মুক্ত হাসি,দাবানল গায়ের গড়ন,রং-বিন্যাসের বাহারি চিবুক, গাত্রবর্ণ।
মহাকালে এ যে আমার ব্যকুলতা।
কি স্বাধ,প্রেমের নদী মিশ্রিত সমাহারে এ অন্তরে
কে জানে বাধা কোন অদৃশ্য মন্তরে,
মন্ত্রমুগ্ধ আমি,অপলক চেয়ে তোমার প্রতি, চিরযৌবনা যুবতীর অদম্য উচ্ছাস আমি
তুমি এই দূরন্ত প্রকাশিত লেখাগুলোর ষোড়শী।
তুমি তিয়াসী বাসনায় সুধাময়ী,আমার ভালোবাসা বিশ্বআসরের শ্রেষ্ঠ ধর্ম-প্রেম,
এ ধরনী, প্রকৃতি মন্থর হয়ে আছে; মন্ত্রমুগ্ধ তোমাতে
তুমি আমার।
রিয়াজুল জান্নাত-৫
১২-৪-২০০৭