নদীর মত থাকতে চেয়ে আকাশ দিলাম ছুটি,
তবু তোমার পানে হাত বাড়িয়ে রঙধনুতে উঠি।

চলো মানুষের দেশে হারিয়ে যাই ভুলে সব দুঃখ ক্ষত,
আমার চেয়ে দুঃখের নিজ সংসারে, দুঃখ জমা শত-শত।
আনমনে যে মানুষ হেঁটে হেঁটে বাড়িয়ে ফেলে তফাৎ,
তার ভাগ্য চাকা ঘুরেফিরে খুঁজে পায়না যে ফেরার পথ।

ভাঙা হৃদয় আর কতটুকু আগায় তোমার খোঁজে,
যার হারিয়ে যায় সবটুকু,ঐ বিদীর্ণ মন তাহা বোঝে।
মৃত্যুর পথে প্রান্তরে বাড়িয়ে রেখেছি আনকোড়া জোড়া পা,
আকাশ কাঁদুক, বৃষ্টি ঝড়ুক, আটকে থাকুক সমাধা!

যৌবন কিবা প্রেমের রঙ যখনি ফিকে হয়ে যায়,
আকাশের বার্ধক্য বয়স আটকায় মেঘেদের গায়!

মৃত্যুর দুয়ার আলিঙ্গন করে শখ জাগে কুঁড়াই সূর্যের হাসি,
রাত যেমন করে ভালোবাসে চাঁদ-তাঁরাদের, আমি ততটা তোমারেই ভালোবাসি।




রেডিসন
৭/৫/২৪