মন নিয়েছে আড়ি,ঐ আকাশ চাদরে ঢেকেছে মেঘেদের দল,
চাইলেই কি মন হতে পারে খুনি, হয়ে মায়া চোখের আড়াল?

প্রারম্ভে আমি যে তোমায় খুঁজিনি কখনোই অথবা চাইনি বাঁধতে মায়ায়!
এই যে পালিয়ে বাঁচতে চাই, সুঁই যেমন করে বাঁচতে চায় অনবরত ফুঁটো করে যাওয়া তার গায়ে,
লেগে থাকা সুতায়।

আমার হয়েছে গত সব, আমার ভিতরে কুঁজো হয়ে যাওয়া নিজ'টা অথবা আমার ভেতরে থাকা আপন মানুষটা।

অনুমেয় কি? তোমাকে পেতে কতটা করেছি চেষ্টা,ইফতার নাগাদ যেমন লেগে থাকে ঠান্ডা জলের তেষ্টা!

এভাবে আক্ষেপ নিয়ে ক'দিন যেন লুকিয়ে থেকে বুড়ো হয়ে গেছে দুর্বা ঘাস,
গ্রীষ্মের ঠিক জলাশয়ের মতন শুকিয়ে গেছে অন্তরের বাঁপাশ।

তবু আমার ভিতর তুমি ততটাই সুখি,
যতটা আমি নিজের ভিতর নিজেই দুঃখী!




এজিএস
১৭/৩/২৪