তোমার সাথে প্রেম হলে,একবাক্যে ব্যস্ত রাস্তা থামিয়ে দিয়ে, হাটু গেড়ে বসে যেতাম,
পাবলিক ডিমান্ড!
তোমার সাথে প্রেম হলে,শহর বাত্তিতে থামিয়ে দেয়া নিয়ন রাস্তায় হেঁটে যেতাম সকালের সূর্য অব্ধি,
রাত্রি যাপন!
তোমার সাথে প্রেম হলে,পান্তার হাঁড়ি খুঁজে নাস্তা সেরে নিতাম, অযথা ঘুমের বিরক্তি হওয়া ছেড়েছুঁড়ে এককাপ চা না হয় গতকালের ফ্লাক্স থেকে চুমুক দিতাম,
শুভ সকাল!
তোমার সাথে প্রেম হলে,অগোছালো যত মতানৈক্য জমিয়ে জমিয়ে নিজের মতাদর্শ বানিয়ে নিতাম,
বন্ধুত্ব!
তোমার সাথে প্রেম হলে,সময়জ্ঞানে অবজ্ঞা ভুলে যেতাম,আড্ডার কেন্দ্রবিন্দু গোলকধাঁধায় ফেলে দিয়ে ফিরে যেতাম তোমার বৃত্তে,
সরলতা!
তোমার সাথে প্রেম হলে,জলের তলে ডুব দিতাম নিজের নীড়ে, শান বাঁধানো ঘাট,হাসনাহেনার ঘ্রাণে মেশা চুল শুঁকে চুপ,
ভালোবাসা!
তোমার সাথে প্রেম হলে,কত রথীমহারথী ছাড়িয়ে যেতাম প্রেমের সঙ্গায়,এক চিরায়িত সবুজের খেয়ালে ডুবে যেত কালির বাক্স সাদাপাতায়,
প্রেম!
তোমার সাথে প্রেম হলে,হারিয়ে দিতাম অবেলায় ঠকে যাওয়া মন, পরপর নতুন করে বাণ ছেড়ে দিয়ে সাঁতরে ফিরতাম কূলে,
শক্তমন!
তোমার সাথে প্রেম হলে,বিছিয়ে দিতাম জায়নামাজ সময়ে কিবা অসময়ে, প্রাপ্তি ঠেকিয়ে নিতাম দোয়ায়, তুমিই সে-ই ঠিকানা,
বিশুদ্ধ চাওয়া!
তোমার সাথে প্রেম হলে,শেষ বয়সটাও কাঠির বদলে হাতটা শক্ত করে এগিয়ে যেতাম মৃত্যু অব্ধি, সাদা চাদর অব্যক্ত মুখ,
পবিত্রতা!






উৎসর্গঃ আদরীনি


স্টারলিং লন্ড্রি লিমিটেড
৭/৮/২০২১