এই যে তোমাকে পাওয়া হবে না.....
এই ভেবে আমার সব হারিয়ে যায়, হারিয়ে যায় সকাল বেলার ঢুলুঢুলু চোখ,উসকোখুসকো কিছু চুল অথবা বিকেল ডুবিয়ে নামা সন্ধ্যার বিষাদ।
আমি এখন সব পেয়েছি কিন্তু বেলাশেষে ক্যান জানি নেমে আসে তবু এই হৃদযন্ত্রের অবসাদ।
হেরে গেলে কি হয়, কি হয় জমা রাখলে প্রান আইসিইউ বা মর্গে?
ভেবে বসো না, তুমি নিছক জেতা দাবাড়ু! এই খেলার বিছানা পাতি রাখা আছে স্বর্গে।
এক জীবনে কত পাওয়া'র লিস্ট,কত পাওয়া'র বাহার;
নিকষ কালো কষ্টে ভিজে আসে চোখ নিয়ে একরাশ হাহাকার।
যেমনটা আকাশ কাঁদলে বৃষ্টি নামে, আর মন কাঁদলে নিঃশ্বাস থামে।
এতকিছুর মাঝে তোমাকে আর পাওয়া হলো না....
ধূলোর ভারবাতাসে মিশে কত কিছুই তো পেলাম;
অথচ আমি শুধু তোমাকে পেতেই এখানে এসেছিলাম।
নিরিবিলি
১৭/৩/২৪