কত রাত,কত দিন কেঁদেছি
ভীষণ কেঁদেছি,
কিন্তু পাইনি, আমি পাইনি
তবুও তাকে,
সে কে জানো?
জানি না, কিছুই জানি না
আসলেই আমি জানি না,
সে ছলনাময়ী ছিল, না পাষাণী?
তবে সে আমার ছিল,
আমার পরিচয়।
চেয়েছি তাকে,আমি চেয়েছি
অনেক চেয়েছি,
পাইনি তবু তাকে হায়
পেয়েছি কষ্টের পরিচয়।
তবুও মনে হয়!
রিয়াজুল জান্নাত ৫
১০-৬-২০০৭