সব ঠিকঠাক,শুধু ঠিকানা বদল হয়েছে গতকাল!
হাঙরের দাত নাকি ঔষধি জলজ,রাজা চিবাতেন মাটিকাঁদা,ছোপ ছোপ রক্তপ্রজা,দখলে হরমুজ প্রণালী।
কেটে কেটে সুয়েজ খাল উপন্যাসিক আখ্যা নিয়ে পলায়ন করলো স্বার্থপর,
দোপাট্টা ঝুলিয়ে ঝি ঝি পোকারা বোকা বানায় ইন্দ্র কান!
কে বুঝিবে দৈত্যের কেন শিং গজিয়েছিল,দেখতে হিংস্র মানব।
বানর নাকি গরিলারা নাকি এই আমাদের প্রজন্ম ছিলো,সে-তো পাকা ধানে মই দিতে গিয়ে লেজ হারিয়েছে শিয়ালের কাছে!
সব ঠিকঠাক, শুধু ঠিকানা বদল হয়েছে গতকাল!

হামাগুড়ি দেয়া শিশু প্রেম হা করে খেতে চায় সুখ,অতীব লোভীদের দোষে ভাগ পায় অসুখ!
তবুও শিকল পরা পায় হেঁটে চলা বহুদূর।
গলায় গলায় জহুরি পাকানো হিংসের চামড়া কুঁচকে থাকা ঘাঁ,পচন কোথায় যেন কৃষ্ণ গৌড়ের যাদুর কাঠিতে,
না নড়ে সাপ, না ভাঙে লাঠি!
মহাকাশ মেঘ কাব্য রচে খরচের হিসেব আগে,ভেস্তে যায় বাঁধ, জল ঢুকে পরে কাচাড়ী ঘরে।
জায়গা নেই থাকার,নিভু নিঃশ্বাস।
সব ঠিকঠাক, শুধু ঠিকানা বদল হয়েছে গতকাল!











নিরিবিলি, নবীনগর
৫/৯/২০২০