হিজাবী! দোপাট্টা বেঁধে রাখো,গোছা আউলানো চুলের কি হবে?
মারদাঙ্গা বাতাস বইছে আসো একটু ছাদের কিনারায় বসি,
শুয়ে দেখি রাতের আকাশ।
কথা তো তেমনই ছিল নাকি?
আজ আবহাওয়া বদলে গেছে বলে চুলের পানি শুকাও প্রত্যহ সকালে,ভালোই কাটছে সময়, গভীর রাত!
এসব আজগুবি কথা বলতে বারণ,প্রেম অপমানিত হয়!
আসলে,এসব প্রেমকে কচুকাটা করা উচিত,গ্রাম্য সালিশের মত দোররা মারা উচিত।

এত উচিতের মাঝে আসল উচিতটাই ফাঁকা হয়ে আছে,
সমাজ সংস্কৃতিতে এদের একঘরে করা উচিত।
ওর আসলে বিয়েটিয়ে বন্ধ করা উচিত।

থাক ক্ষেপে গিয়ে গরম তেলে নিজের হাত পুরিয়ে লাভ কি,পুরনো তেল;
এসবে বদহজম হয়।

দেখি ভেলকি লাগে কিনা,কতদূর পাহাড় আছে,সমতল ঠাই দিলে দাড়িয়ে রবো লম্বা গাছ!
যার ডাল দরকার কেটে নিয়ে যাক,ফল পিটিয়ে পিটিয়ে থেতলে দিক,যার পাতা দরকার ছিড়ে ফেলুক শিরা-উপশিরা,কেউ মুন্ডুপাত করে খুশি থাকুক,শিকড়-বাকড় যা আছে সব তুলে ফেলুক লোভী ঠাকুর!

বাকি আর রইলো কি? হ্যাঁ, নেই।
নিরাশ হই না,শুকিয়ে আমার কিছু পাতা আর পাকাফল নিচে পরে ছিল।
তুমি আমার ভবিষ্যৎ!

আমি গাছটা শুকাইয়া আগের অতীত ভুইলা গেছি।
তুমি রান্নার বাহানায় পাতা কুড়াইতে এসো মালতী,
পাকাফলের বিচিগুলো স্বযত্নে রেখো;
দেখবা আমিও একদিন ডালপালা ছড়াইয়া তোমায় জড়াইয়া আছি।
এই একজীবনে ভালোবাসা ছাড়া আর কি আছে?

তার আগে তোমায় একটা প্রশ্ন করে যাই,অতীত মানুষটার মত আমায় চাও নাকি ইট-পাথরের বিল্ডিংটা চাও?

আমি কিন্তু শুন্য!
একমাত্র অনেকগুলা পশম আছে বুকে!




















স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৪/৮/২০২০