এই শহর হঠাৎ বৃষ্টির কবলে পরে যেমন আবহ পাল্টে ফেলে, প্রেমিকা ঠিক একই গোছের;
তপ্ত রোদের ঘাম, বৃষ্টি ভেজা গড়ের মাঠের থেকে যাওয়া কয়েকটা চুল,ভিজে ছুপছুপ আধো ইন করা জামাটা মূল্যহীন বলির পাঠা!
রঙহীন মন সাতার কাটে মৃদু ঠান্ডায়, জ্যাম রাস্তায় চোখজোড়া তাকিয়ে রয় অপলক,
সাই সাই করে চলে যায় দু'চাকার যান,হঠাৎ ব্রেক কষে কাদা ছিটিয়ে গেল, নষ্ট পোশাক, উপরী ধরা মন!

বিষাক্ত বিষাদে রূপান্তরিত অবসাদ, হাড় হিম লুকোচুরি ক্যালসিয়াম;
ভাবা যায়,হৃদ চাকায় আজ ময়লার জ্যাম।

শহরটায় সমবেত গুঞ্জনে ভেসে আসে হাহাকার, গুলতির চোট কালো দাগ হুঁশে,
হাতের আঙুলির স্পর্শ এখনো অনুভব, বন্ধ শুধু রক্তের চলাচল, ধমনী,শিরা অবরুদ্ধ প্রতারণায়।
সূর্য কোন সূত্র মিলনে বীজগণিতে আলো দেয় ; এ প্লাস বি হোলস্কয়ার!
মাস্টারমশাই, হৈমন্তীর সূত্র কি?

যোগফল; শূন্য দশমিক পৌনপুনিক প্রখর-রোদ্দুরে বাকিটা পরে না চোখে,
কাক না কোকিল অজানাই, থু থু মারছে দেখো নিজের মুখে।








নিরিবিলি, নবীনগর
২০/৩/২৩