নিত্যকায় সকালের মত উষামণী ডেকেছিল ঠিকই,রাতটাও ছুমছুম করে এগিয়ে গিয়ে চোখ তুলে তাকালো!
আমি একটা মায়ায় আটকে যাচ্ছি দেখে চোখ বড়সড় করে ফিরিয়ে নিলাম, তবুও একটা লাল অবয়বী যুবতী কেন যেন মন কাড়ে! এ এক অপূর্ণ সুখ।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মর্টার কামানের শব্দের চেয়েও বেশি হাকডাক আত্মচিৎকারে,কার জন্য?
বলয় ভেঙে চতুর হয়ে গেছি, মায়ায় বড্ড অসুখ বিসুখ হয়, এতদ্বারা মামলা নেয় না মন! অনুপায়ে সরীসৃপের মত এগিয়ে যাওয়া বুকে ভর করে।
এই বুকে ভীষণ ক্ষত,চামড়া ছিলে খাওয়া শকুনি তার খল চরিত্রায়ন সেরে গেছে চুপিসারে, ভয় হয় তোমার পানে আগাতে।
তবু অভিশাপকে পূজো ঢালিতে চন্দন কাঠে পুড়িয়ে আগুনের লাল শিখা চোখে মেখেছি,
লালে লালাসিক্ত বর নিয়ে তোমার বরণ হোক!
আমার উন্মুক্ত প্রাণ, তোমার হাসি, লাজুকতার বিশালতায় মলয় পর্বত টা নাকের ডগায় নিয়ে আসবো,
যে বায়ু বহে সুখের,তাহার বিস্তৃত বনভূমি থেকে জলাভূমি তে ইতিহাস হয়ে রবো!
চলো একসাথে লালাসিক্ত হই,পরস্পর সুখের ঘুঙুর পরি।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
২৫/০১/২০২১
( একজন বিশেষ মানুষকে উদ্দেশ্য করে লেখা,তাহার কথায় সমুদ্রের লবনাক্ত স্বাদ মিঠে পানি হয়ে যায়,এ আমার অনুভূতি।
গত ১১-১-২০২১ ইং তারিখে লেখা, উদ্দেশ্য ছিলো ১০ তারিখের।
এতদিন পর প্রকাশের উদ্দেশ্য হলো তাহার ব্যাপারে মনের অভিব্যক্তি পুরোপুরি বুঝতে পারা,আমার মন তাহাকে ঘুঙুর পরাতে চায়! শুভ হোক আগামীর ঘন্টা।)