তাহার নিঃশ্বাস ভেসে ওঠে রঙিন খামে
হে ভাই তুমি কিনেছো তাহা কত  দামে?
অপলক চেয়ে থেকেও হই আমি অবিশ্বাস
কিভাবে তুমি পারছো সখি,নিচ্ছো তৃপ্ত নিঃশ্বাস।

ঘাড়ে করে তোমার ক্লেশ বয়ে নিয়ে গেলাম সমুদ্দুর
বহিয়া লাঠি হাতপাতে ঘাটি,খুঁজি তুমি আর কতদূর।
কহিল মাতা,সমাজ বলে তুই নিশাচর পাখি বেয়াদব বেহায়া,
করুণা নয়,কে জানি কবে এসেছিল ভবে হতে সদয়া!

বাহাদুর রাজা হয়ে গেল প্রজা অসন্তোষ চপ্পলের নিচে
লুকানো ছিলো হঠকারী মন নকশা একেছ পিছে,
গরজে বর্ষা মৌসুমী পাখি রেখে ছিলে ডালে বাসা
খুন হয়ে গেল সেদিনের সেই লুকানো সবল আশা।

গিরগিটি স্বভাব হুল্লোড়ে ভরা বেচাকিনা কত হাটে
বঁধুয়ার নৌকা কবে যেন লুকিয়ে গেল সারেং নদী ঘাটে,
আপামর জনতা দেখেছে সবই তুমি ছিলে কি আপন
আকাশের ভাঁজে গড়াগড়ি খায় শুদ্ধি নিরব মন!

বাতাসে আজি নেই যে কোন শুদ্ধি বায়ুর প্রয়াস
যাহা ছিল চোখের তাঁরা হয়ে গেল নীরব ত্রাস,
বিকিকিনি স্বভাব নন্দিত নরকে পায় নি সে ঠাই
বিদায় নিয়েছি প্রিয়তমা সুখ,এবার তাহলে যাই।    











স্টারলিং লন্ড্রি লিমিটেড
৬/১০/২০২০