এক ক্ষয়িষ্ণু তাপ ,সূর্যের মর্তলোক থেকে অনাগত ইতিহাস!
তুমি আমি নিষ্ফল ১৮০ ডিগ্রী কোণে ঘুর্নায়মান।
পৃথিবীর চারভাগ ,কোনমতে পা দুখানা অংশ নেয় মার্চপাস্টে তারপর -
ক্ষয়ে ক্ষয়ে বিনাশ হয় এই প্রেম ,নিবেদন সব হারিয়ে যায় বাস্তুসংস্থানে।
ফিরে আসা চাঁদ হয়ে; পরস্পর বৈমাত্রেয় আর অপরিচিত বয়স্ক মন!
আগেরকার উৎসব নেই,
এখন আমেজ সন্ধ্যার কুপিবাতি নিভিয়ে গভীর ঘুম।
যদি স্বপ্ন আবার এক যাত্রায় মিলিয়ে নিয়ে আসে,পথের গন্তব্যে।
এই ফ্লাইট ছাদের উপর থেকে ফেলে দেয় ,যদি সম্বিৎ ফিরে আসে তবে দেখি বয়োবৃদ্ধ স্মৃতি।
নবীনগর
১৪/১২/২৩