তোমার দুঃখের সাথে সম্বন্ধ করবো আমি,
পুজিত সুখগুলো ব্যাংক থেকে চেকবই ছাড়া তোমার নামে করে দিলাম।
এই সংবিধানে তুমিই সর্বময়,তোমার হাত বাড়িয়ে দেয়ার দর্শন বর্ণনা করবে চাকুরে সবাই।
আমিও তোমার পিওন হয়ে রইলাম!
সময়ের যাতাকলে শিখরে উঠতে পারে না সবাই,এভারেস্ট জয়ী গল্পগুলো এমনি,কেউ তো হেরে যায়, কেউ মরেও যায়!
এতটা সু-সম্পর্ক মিশে যাক সবুজে,ঘাসফড়িং গুলো লাফাতে লাফাতে সুখ পৌঁছে দিবে তোমাতে!
নতুন পাতায় ফিরে আসবে শিশির,এরা সুখের বাচ্চাদের তৃষ্ণা মেটাবে, তুমি নোঙর ফেলায়ে রাখলে উজান ঘাটে।
যতটা পাড় ভেঙে গেছে এ বেলায় মেরামত হয়ে গেছে পলিমাটিতে,
এপাড় ভাঙা মন ওপাড়ে রঙিন খাম!
ক্যাওয়াবনে হাটতে গিয়ে যতগুলো আঁচড়ের দাগ কেটে আছে বাহুতে,
তা আলো পেলাম না দেখতে।
ক্ষত শুকাতে গিয়ে খবর হয়ে গেল আলতা দীঘিতে পা ডুবিয়েছে মেয়ে, অথচ পথিক পথ হারিয়েছে।
ঘটককে নিরাশ করি নি,একটা সমন জারি করে তাহার অতীত,বর্তমান আর ভবিষ্যৎ দুঃখগুলোর সাথে সম্বন্ধ করে নিলাম।
নিরিবিলি, নবীনগর
১২/৮/২০২০