আমি খুঁজি না হরদম ডাস্টবিন
বেল্টের তলাতে গুজে রাখি ইন
হতাম যদি প্রদিপের লুকানো জ্বীন
কিছু শোধবোধ করে দিতাম,ঋণ!
বড় বেশি নাবালক রাস্তা
পানিতে থৈ থৈ কি অবস্থা
দরদামে পাও যদি কিছু সস্তা
লুটে নাও ভরে কয়েকটা বস্তা!
চলাচলে না হোক নিষেধাজ্ঞা
আমরা তো হয়ে আছি আজ্ঞা
যদি ভালো না লাগে, তো ভাগ'গা
মুড়িয়ে মাথাখানা, জল খেয়ে থাক'গা!
হরহামেশা এরকম হচ্ছেই অশান্তি
কেউ নাহি দেখিবার কি,এ ভোগান্তি
কই গেল বিষাক্ত, তবুও এসব শান্তি
অবস্থা আজি,পান্তা ফুরায় যে নূন আন'তি!
যা যা বাবা এসব নিয়ে ভাবিস না
দেখ,নিজের ঝোলাটা ঠিক আছে কি'না?
চোখ-মুখ সবই ঠিক,বলিবার আছে মানা
বেঁচে যে আছো তাই তো নাই জানা!
আমি তো দেখি সব আছে ঠিক
তুমি কেন বলছো বোকা,এসব বে'ঠিক
কখন যে খেয়ে যাবা উদ্ভট যাদুর কিক
তবুও মুখ খোল,প্রজন্ম না হয় বলবে ধিক! ধিক!!
স্টারলিং লন্ড্রী লিমিটেড
২১/৭/২০২০