আমাদের সমাজের রোজনামচায় চশমার নিচে সব রাতকানা,
সূর্যোদয় হবে এহেন ব্যার্থতায় তাজ্জব পকেটে ঢোকে যদি সিকিআনা।

কলমের জোর কমে গিয়েছে,লেখবার হাত কাগজে কি আর হবে,
দুষিত বায়ু সক্রিয় আজ,বুদ্ধি কি আর মগজে জমাট রবে?

নীতির গোড়াতেই গলদ জাগিয়ে ডুবিয়ে দিয়েছে দূরদর্শী তরী,
প্রাইমারিত সব রাজনীতি সংযোগ, মেধা লুটে গেল কিসব বড়ি!

নীতিজ্ঞর সব আগায় গোঁড়ায়,চেয়ে দেখি পচন ধরেছে পাকতন্ত্রে,
মস্তিষ্কে অক্সিটোসিন,নিসৃত ভেজাল ভাসে দেখো মাপকাঠির ঐ যন্ত্রে।

চারিপাশে ধরেছে বিবেক পচন, নেহাত সাধারণ আমাদের বাড়াবাড়ি
চোখ মুদিয়া ঘুমিয়েছে বুদ্ধিজীবি শ্রেণী ,খুঁজে সব রঙিন হাঁড়ি।

আজকাল আর জাগে না মস্তক, মুণ্ডিত হয়ে গেছে সব,
ক্ষমতা রহিয়াছে লেংটি পরিয়া,এ শতকে আর জাগিবেনা বিপ্লব!








নিরিবিলি, নবীনগর
২৫/৫/২৩