আমাকে ফেরত চেয়ে তুমি আর কখনোই অস্থির হয়ে ওঠো নি,
তৃপ্ত জীবনের অবসান হয়েছিল ওখানেই।

        এই যে খোলা আকাশ,
        ঠিক যেমনটা চোখের মনির চারপাশ।
তুমি কখনো তাকিয়ে দেখেছ এখানে?
বিরহ ডেকেছে তারে, মৃত লাশের থেকে যাওয়া হাড়গোড়  যেমনটা ছড়িয়ে থাকে শ্মশানে!

মেঘ কি মৃত? নাকি ইচ্ছে ঘুমে থাকে! শুনেছি বর্ষার প্রেমে ভেদ করে আসমান।
    গুনে গুনে সকাল দেখি, এখন সবটুকু বাকি।
ছিলেম ক'দিনের মেহমান।

চৈত্রের মত জ্বালা ধরে সুখে, খুজি ফাগুনের হাওয়া;
ন্যানো সময়ে মনের পাশাপাশি থেকে আমাদের ছিল আসাযাওয়া।

ডুব দিয়ে চুপ হই, জড়িয়ে আছি ঘাটের খুঁটি;
লাশ ভাসে মরা মাছের মতন তবু চাই শাপলা হয়ে ফুটি!

এই শেষ, আবার যদি কখনো দেখা হয়!
আমি অস্থির হয়ে জিজ্ঞেস করতাম, আমার মৃত্যুতে তোমার শোক ছিল কতদিন?
তুমি রইলে চুপ কিন্তু তোমার চোখ বললো-
কেউ না এসেছিল এই যতদিন!





নিরিবিলি
৭/৪/২৪