আমার শোক মিছিল অলিগলি ছেয়ে যখন রাজপথে আসলো তখন শুধু একটা শালিকের বুলি শোনা গিয়েছিল।
সম্ভবত জোড়া হারানোর শোক সে উপলব্ধি করে আছে পেষণযন্ত্রে।

এই অলিগলি সব তোমার, কতটা হেঁটেছি প্রেমের প্রথম সকালে।
রাজপথের দখল আমার!
কিন্তু কেউ নেই।

একটা ব্যানার, হারানো শোক নিবেদন;
আর আমি একটা অচেতন অবাক লোক।

মিছিলে শামিল হওয়া শালিকেরও কেউ নিতে আসেনি খোঁজ,
আকাশ ফেটে বৃষ্টি ঝড়ছে, ব্যস্ত সবাই, ব্যস্ততায় ভূরিভোজ।

শোক ছেয়ে গেছে ডাক্তারের নেমপ্লেটের ছায়ায়, খুঁজতে হয় মায়াবী প্রেসক্রিপশনে,
উতলে ওঠা চাঁদ খুলে ফেলে মুখোশ, তবু জানা হয় না কতটুকু রয়ে গেছে কার মনে।

শোক সমেত শহরে এখন হাওয়ার মিছিল হোক।
মূহুর্ত জুড়ে ছড়িয়ে পড়ুক হাজার কোটি শোক।




নবীনগর
১৪/৬/২৪