পৌর আবর্তনে ঘামশুদ্ধ দৌড়াতে দৌড়াতে তেতুলিয়ায় পৌঁছেছে পা,
দেখো চেয়ে সব মাটি আমার পা'য়ে, আমার গা'য়ে মিশে আছে ধূলোর আস্তরণ!
গবাদিপশুর মত খাটিয়ে খুটিয়ে হেটে,চষে বেড়ানো শেষ এই পৌষে; জোয়ালের খুটি ভেঙে গিয়েছে বিহানের পান্তার জলে।
অতঃপর কোকিল বসন্ত ছোয়া পাবে বলে মাঝেমধ্যেই জানান দেয়, আমি আছি!
কুয়াশা তো কাটতে শুরু করেছে,শীতকূল পাতার মত ঝড়ে গিয়ে শুকিয়ে গিয়েছে শিশির!
অনির্বাণ শিখায় দৈত্য পুড়তে দেখেছি, তারপর শিমুলে লাল গলিয়ে ফিকে রং মেরামত করে ঝুপড়িতে জীবন নিয়ে ঘুরছি।
এ এক অদ্ভুত পা ফাটা গল্প!
তিনবার প্রেমে পরা মানুষের তুলায় জড়িয়ে যাওয়া লেপে শীত মানে কি? এ হাড়ে অবসাদ,কষ্টের দাগ, ক্যালসিয়ামের ঘাটতি, অপূর্ণ মানিব্যাগ!
চলো সমুদ্রে জীবনকে আশ্রয় দেই,শান্ত হবে ঘূমন্ত সূর্যের ডুবে যাওয়া বিকেলে,
এতশত ইচ্ছে লোভ জাগাবে না, পলিমাটির প্রলেপ বুলিয়ে নিও মনে,চাঁদতারাদের গ্রহণে আমরাই না হয় প্রথম মঙ্গলের বাসিন্দা হবো;
ফ্লোরিডা থেকে তৃষ্ণার পানি নিয়ে যাবো, বাকি জীবন ধূয়ে যাবে অবহেলা।
মূহুর্তে গলন্ত উত্তাপ গিলে খেয়ে চির অম্লান হয়ে রই শিমুল রঙে।
স্টারলিং লন্ড্রি লিমিটেড
২২/২/২০২১