খুঁজছি সে হাতের রেখা, আমার এখন বড্ড অসুখ
সে না থাকুক, অন্তত গা ঘেঁষে পাশে এসে বসুক।
আফসোস পুড়ে পুড়ে তামাকের জীবন নাশ,
আঙুলে আঙুল ছুঁয়ে
মাতাল নিহাস ছুঁড়ে
মাঝবয়সী গোখরোর ছোবল, নীলচক্ষু
যাতনা ছোঁয় আমার সর্বনাশ।
ঐ আঁখি ছলছল করে নিঃস্ব করেছে কয়েকশ নদ,
আমার বুকে ভীষণ ঢেউয়ে জেগেছে বুঝি কৃত্রিম হ্রদ।
আমার সত্যি ভীষণ অসুখ,
জন্ডিস ধরেছে কর্নিয়ায়
হলুদ ফুলে বায়না মেটায়
চোখের সেসব কানায় কানায়
সে আমার না হোক, অন্য কারো প্রেমে থাকুক।
আমার এখন ভীষণ অসুখ, চাঁদ জেগেছে চাঁদ;
চোখের কোনে রঙিন থাবা, আমায় মারার ফাঁদ পেতেছো ফাঁদ?
বইমেলা ২০২৪
২০/২/২৪